Showing 1-20 of 62 items.

নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।

তোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি।

এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।

কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।

তাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা,

সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল।

উর্ধ্ব দিগন্তে,

অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।

তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম।

তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন।

রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে।

তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে?

নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল,

সিদরাতুলমুন্তাহার নিকটে,

যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।

যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার, তদ্দ্বারা আচ্ছন্ন ছিল।

তাঁর দৃষ্টিবিভ্রম হয় নি এবং সীমালংঘনও করেনি।

নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে।

তোমরা কি ভেবে দেখেছ লাত ও ওযযা সম্পর্কে।

এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে?